জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই মোঃ জাহাঙ্গীর আলম এএসআই মোঃ রাকিব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ পাঁচবিবি থানার বালিঘাট ইউনিয়নের খাসবাগুরি(শিমুলতলী) গ্রামের পাঁচবিবি টু কাশপুর রোডে ডিবি পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন সময়ে পাঁচবিবি থানা এলাকা হইতে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে কাশপুরের দিকে আসতেছে মোটরসাইকেলের পিছনে বসা আরহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এমতাবস্থায় glamour hero honda ১২৫ সিসি লাল-কালো রং এর মোটরসাইকেলটি ঠেকিয়ে তল্লাশী করলে ৫৮ বোতল ফেন্সিডিলসহ ১। মোঃ হারুন(৪৫), পিতা- মৃত অফুর উদ্দিন, গ্রাম- নওয়া পাড়া, থানা- হাকিমপুর ২। মোঃ মুনছুর আলী, পিত- মৃত ফয়েজ আলী, গ্রাম- মাদিপুর, থানা- বিরামপুর উভয়ের জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করেন জয়পুরহাট ডিবি পুলিশ।