ইং ২২/১১/২১০৯ তারিখ বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে সদর থানায় কর্মরত এসআই মোঃ সোহেল রানা সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ মেহেদুল ওরফে মৃদুল (৪০), পিতা-মৃত আজাহার আলী সরকার, স্থায়ী : গ্রাম- কৃষ্ণচন্দ্রপুর (দক্ষিনপাড়া), উপজেলা/থানা-গাবতলী, বগুড়াকে ইং ২২/১১/২০১৯ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোকুল ইউনিয়নস্থ পলাশবাড়ী মধ্যপাড়া রাইস মিলের পূর্বপার্শ্বে রাস্তার উপর হইতে ৫০ পুড়িয়া গাঁজা ওজন ১০০গ্রাম গাঁজা সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-৮৫, তারিখ- ২২ নভে, ২০১৯; জি আর নং-১২৫৯/২০১৯, তারিখ- ২২ নভে, ২০১৯; সময়- সময় ২০.৪০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।