লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার বিভিন্ন স্থানে ২১/১১/১৯ ইং তারিখ মাদক বিরোধী, W/A তামিল ও বিশেষ অভিযান পরিচালান করা হয়। অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন পাটিকাবাড়ী গ্রামস্থ আসামী মোঃ আঃ রশিদ মন্ডল এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে কাঁচা টয়লেট এর পিছনে হইতে কথিত গাঁজার গাছ ১টি, যাহার উচ্চতা ৮ ফুট, ওজন- ডালপালা সহ ০৫ (পাঁচ) কেজি, মূল্য অনুমান- ২০,০০০/- (বিশ হাজার) টাকা সহ আসামী ১. (84ARU) মোঃ আঃ রশিদ মন্ডল (৪৮), পিতা- মৃত আব্দুল করিম স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। থানায় এসে এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং-৩৭/৪০৬, তারিখ- ২২/১১/১৯ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারণীর ১৮ (ক)।