বগুড়া সদর থানার জিডি নং-১৬৭২ তারিখ-২০/১১/২০১৯ ইং মূলে মামলার বাদী এসআই/মোঃ নূরে আলম, সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করাকালে ইং-২০/১১/২০১৯ তারিখ ২১.০০ ঘটিকার সময় তিনমাথা অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া সদর থানাধীন পুরান বগুড়া সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল হাকিম জিলাদার, পিতা-মৃত ইদ্রিস আলী জিলাদার এর বাড়ীর পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তায় একজন ব্যাক্তি তাহার নিজ হেফাজতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ অবস্থান করিতেছে। তৎক্ষনাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনাস্থলে রওনা করিয়া সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টা কালে বাদী সঙ্গীয় অফিসারের সহায়তায় উপরোক্ত আসামীকে ইং-২০/১১/২০১৯ তারিখ ২১.৩০ ঘটিকার সময় ধৃত করেন এবং উপস্থিত সাক্ষী ১। মোঃ নূর আলম সিদ্দিক লিংকন(৪২)(মোবাঃ নং-০১৭১৮-১৮৪৮৮০), পিতা মোঃ সারোয়ার হোসেন, ২। মোঃ বাবু জিলাদার(৫৫)(মোবাঃ নং-০১৭১৬-৩৩২৬৮১), পিতা-মৃত নইমুদ্দিন, উভয় সাং-পুরান বগুড়া, ৩। এএসআই(নিঃ)ডন কংকন সদর থানা, বগুড়া বগুড়াদের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থায় ১। একটি ধারালো চাপাতি যাহা বাটসহ লম্বা ১২ ইঞ্চি, ২। একটি ছুরি যাহা কাঠের বাট সহ লম্বা ১৫ ইঞ্জি, বাট লম্বা ৬ ইঞ্চি উদ্ধার পূর্বক ইং-২০/১১/২০১৯ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন। আসামীকে জিজ্ঞসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং জব্দ তালিকায় বর্নিত চাপাতি ও ছুরি ছিনতাই করার উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়া অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে।আসামী মোহাম্মদ আলী বর্নিত চাপাতি ও ছুরি ছিনতাই করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করিতেছিল। এই সংক্রন্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-৭৯, তারিখ- ২০ নভে, ২০১৯; জি আর নং-১২৫৩/১৯, তারিখ- ২০ নভে, ২০১৯; সময়- ২২.৩৫ মিঃ ধারা- ১৯ (e) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু হয়।