ইং ২০/১১/২১০৯ তারিখ বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে সদর থানায় কর্মরত এসআই মোঃ সাম মোহাম্মদ সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ আব্দুর রশিদ (৪০), পিতা-মোঃ আফতাফ হোসেন স্থায়ী : গ্রাম-কর্নপুর, থানা- বগুড়া সদর, বগুড়া, ২. মোঃ খায়রুল (২০), পিতা- জালাল স্থায়ী : গ্রাম- কর্নপুর, থানা-বগুড়া সদর, বগুড়া, বগুড়াদ্বয়কে ইং ২০/১১/২০১৯ তারিখ ১০.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ের হাজী সুপার মার্কেট এর দক্ষিণ পার্শ্বে আনিছ সুপার মার্কেট মেসার্স শফিক মটরস এর সামনে হইতে ১৫০গ্রাম গাঁজা সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-৭৫, তারিখ-২০ নভে, ২০১৯; জি আর নং-১২৪৯/১৯, তারিখ- ২০ নভে, ২০১৯; সময়- ১২.৩০ মিঃ ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।