পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে অদ্য ১৯/১১/২০১৯ খ্রিস্টাব্দ গুরুদাসপুর থানা পুলিশের টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। গোলাম রব্বানী রিপন (৩৩) পিতা মৃত আব্দুল মোতালেব ২। দুলাল হোসেন (৪৯) পিতা আমজাদ মন্ডল@ আমজাদ মেকার ৩। শিপন শেখ (২৪) পিতা আবুহান ৪। রুবেল শেখ (৩০) পিতা মোঃ জিন্দার শেখ সকলের সাং কাচারী পাড়া ৫। মোঃ মনিরুল ইসলাম মনি (৩৫) পিতা মৃত এরশাদ মোল্লা ৬। আমিন সরকার (৪৭) পিতা মৃত মফিজ সরকার উভয় সাং বাজারপাড়া ৭। মোঃ নাহিদ ইসলাম (৩০) পিতা-মৃত নজরুল ৮। আসিফ আরাফাত ওরফে সম্রাট (২৮) পিতা নাজমুল করিম ওরফে নজু উভয় সং খামার চাচকৈর ৯। মকবুল ফকির (৬২) পিতা-মৃত মুন্সি ফকির ১০। ছাবলু (৩৫) পিতা মোঃ বুদু সাং মশিন্দা চরপাড়া থানা গুরুদাসপুর জেলা নাটোর দের মাদক বিক্রি এবং সেবনের অপরাধে গ্রেপ্তার করে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে আদালতে চালান প্রদান করা হয়েছে।