পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুরি যাওয়া আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো হাসপাতালের নাইট গার্ড রুবেল শেখ (৩৫) সে উপজেলার কষ্টিয়াপাড়া গ্রামের জামাল শেখের ছেলে এবং হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার সুমন হোসেন (২৫) সে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকোরিয়া গ্রামের মো: মানিক হোসেনের ছেলে। পুলিশ জানায়, শক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের রুমের তালা খুলে মেশিনটি চুরি করে নিয়ে যায় তারা। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ নাইট গার্ডকেই সন্দেহ করে। এনিয়ে তদন্তে নামে পুলিশ এবং হাসপাতালে নজরদারীতে রাখে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এম্বুলেন্স করে ড্রাইভার সুমন হোসেন চুরি যাওয়া আল্ট্রাসনোগ্রাম মেশিন নিয়ে হাসাপাতালে প্রবেশ করে। আগে থেকেই ওৎ পেতে থাকা আটঘরিয়া থানা পুলিশ তাকে হাতে নাতে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নাইট গার্ডকে আটক করে। এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসিফ মো: সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।