নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশ ক্রমে এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে, লালপুর থানাধীন বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ তোফাজ্জল হোসেন (৪৫), পিতা- মৃত আলিম মন্ডল এর বসত বাড়ীর অনুমান ২০০ গজ দক্ষিনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (841J6) মোঃ মহিদুল ইসলাম (২৫), পিতা- মোঃ জাবেদ আলী স্থায়ী : গ্রাম- বৈদ্যনাথপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং-৩০, তারিখ-১৮/১১/১৯ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১৯(ক) এবং একই তারিখ এসআই মোঃ আকরামুল ইসলাম লালপুর থানাধীন ওয়ালিয়া গ্রামস্থ লেদুর বাগান সংলগ্ন জনৈক বজলু (৪৫), পিতা- মৃত মজির উদ্দিন এর ইজ বাইক গ্যারেজের সামনে হইতে আসামী ১. (841M4) মোঃ আল-আমিন (২০), পিতা- মোঃ আজাদ সরদার স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (সেন্টারপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ৪০ (চল্লিশ) গ্রাম শুকনা গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। যাহা লালপুর থানার মামলা নং-৩১, তারিখ-১৮/১১/১৯ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১৯(ক)।







সর্বশেষ সংবাদ
DIG Homepage