চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা কর্তৃক চোরাই গরুসহ ২ জন চোর গ্রেফতার

নাচোল থানার মামলা নং ১১ তারিখ ১৬/১১/১৯ ইং ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে আসামী ১.মোঃ পলাশ (৩০)পিতা আশরাফ আলী সাং সোনারপাড়া, ২.মোঃ আহাদ আলী (৪৫) পিতা- আতিক আলী সাং বাঘাটা উভয় থানা এয়ারপোর্ট ,আরএমপি রাজশাহী কে ২ টি চোরাই গরু সহ তাদের নিজ এলাকা থেকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage