সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৪ জন সক্রিয় ডাকাত সদস্যসহ সর্বমোট ১৪ জন আসামী গ্রেফতার।

১৬ নভেম্বর, ২০১৯

মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ সামিউল ইসলাম, এসআই মোঃ রুবেল প্রামানাকি, এসআই মোঃ গোলজার হোসেন, এসআই মোঃ নুরুল হুদা, এএসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ আহসান হাাবিব আকন্দ এবং শাহজাদপুর থানার অন্যান্য অফিসার ও ফোর্সগন ইং ১৫-১১-১৯ তারিখ বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করিয়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৪ জন সক্রিয় ডাকাত সদস্যসহ সর্বমোট ১৪ জন আসামীদের গ্রেফতার করিয়া থানায় নিয়া আসেন। উল্লেখিত ১৪ জন আসামীদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৪ জন সক্রিয় ডাকাত সদস্য, গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৪ জন আসামী, মাদকসহ হাতেনাতে গ্রেফতারকৃত ০২ জন সক্রিয় মাদক ব্যবসায়ী, জুয়া খেলারত অবস্থায় গ্রেফতারকৃত ০২ জন জুয়াড়ী, অপরহরণ ও সহায়তায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতারকৃত ০১ জন আসামী এবং ০১ জন সক্রিয় চোর। এরপর উল্লেখিত আসামীদের অদ্য ১৬-১১-১৯ তারিখ অপরাহ্নে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিস্তারিত... (ক) ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৪ জন সক্রিয় ডাকাত সদস্যদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ শাকিব হোসেন (ড্রাইভার) (২৮) পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-রুপপুর পূর্বপাড়া, ২। অপূর্ব ইসলাম শান্ত (হেলপার) (১৮) পিতা-মোঃ আলতাফ হোসেন, সাং-রুপপুর পুরান পাড়া, উভয় থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ, ৩। মোঃ রাজু মিয়া (৩৫) পিতা-মোঃ আসলাম মিয়া, সাং-কৈলাসকুটি, থানা- রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ রিপন ইসলাম (৩০) পিতা-মোঃ আকতার ব্যাপারী, সাং-জগতলা পূর্বপাড়া, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। উল্লেখিত ডাকাত সদস্যদের (১) কাঠের বাটযুক্ত লোহার তৈরী একটি ছোরা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ৩০ ইঞ্চি (২) কাঠের বাটযুক্ত লোহার তৈরী একটি রামদা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি। (৩) চার সুত ব্যাস বিশিষ্ট লোহার রড ০৫ (পাঁচ) টি (৪) একটি Steelless চাকু, যাহার দৈর্ঘ্য ১০ (দশ) ইঞ্চি। (৫) পলাতক আসামীদের ফেলে যাওয়া ০৫ (পাচ) জোড়া স্যান্ডেল (৬) রেজিঃ বিহীন নীল রংয়ের Mahindra কোম্পানীর দেড় টনী একটি পিকআপ যার ইঞ্জিন নং- SZJ6M52031 এবং চেচিস নং- MA1FN25ZRJ6L25961 মূল্য অনুমান ৮,০০০০০/-(আট লক্ষ) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। (খ) গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৪ জন আসামীদের নাম ও ঠিকানাঃ ১। (সাজাপ্রাপ্ত জিআর নং-০৩/১২) এর আসামী মোঃ রেজাউল করিম রেজাই, পিতা-মোঃ বাছের আলী বেপারী, সাং-বড় চানতারা, ২। (জিআর নং-২৬১/১৫) এর আসামী মোঃ সেরাজুল, পিতা-মৃত বাকছেদ আলী সরকার, ৩। (জিআর নং-২৬১/১৫) এর আসামী মোঃশামছুল হক, পিতা-মৃত বাকছেদ আলী সরকার, উভয় সাং-ভাটপাড়া, ৪। (নারায়নগঞ্জ থানার মামলা নং-০৭ (০১)১০) এর আসামী মোঃ সানোয়ার হোসেন, পিতা-আব্দুল কাদের, সাং-আগ-বাঙ্গালা, সর্ব থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। (গ) মাদকসহ হাতেনাতে গ্রেফতারকৃত ০২ জন সক্রিয় মাদক ব্যবসায়ীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ গ্যাদন (২২) পিতা-মৃত রজব আলী প্রাং, ২। মোঃ মোন্নাফ হোসেন (১৯) পিতা-মোঃ সবেত মোল্লা, উভয় সাং-মোহাম্মদপুর, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। (ঘ) জুয়া খেলারত অবস্থায় গ্রেফতারকৃত ০২ জন জুয়াড়ীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ মিজানুর রহমান ওরফে দয়াল (৪৫) পিতা-মৃত মোজাম্মেল হক ওরফে তুলা, ২। মোঃ মিলন হোসেন (৩২) পিতা-মোঃ আলমগীর হোসেন, উভয় সাং-পুকুরপাড়, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। (ঙ) গ্রেফতারকৃত সক্রিয় ০১ জন চোরের নাম ও ঠিকানাঃ ১। মোঃ হৃদয় হাসান (১৯) পিতা-মোঃ আলহাজ সরদার, সাং-মোনাকোষা, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। (চ) অপরহরণ ও সহায়তায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতারকৃত ০১ জন আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোছাঃ করুনা বেগম (৫৫) স্বামী-মোঃ আঃ সামাদ, সাং-নরিনা উত্তরপাড়া, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ।







সর্বশেষ সংবাদ