"বিশেষ অভিযান চলাকালীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মিনি পিকআপ সহ ২২২ বোতল ফেন্সিডিল উদ্ধার"
০৯ নভেম্বর, ২০১৯
পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব টুটুল চক্রবর্তী বিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সৈয়দ সহিদ আলম বিপিএম এর নেতৃত্বে অদ্য ইং-০৯/১১/২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১২.৪৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন মহাসড়কের এনডিপির সামনে, গাড়ী তল্লাশীকালে উত্তরবঙ্গ হইতে আগত ঢাকাগামী মিনি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-১৯২৯ সিগনাল দিলে উক্ত মিনি পিকআপটি সিগনাল অমান্য করিয়া পালাইয়া যাইতে থাকিলে, পুলিশ তাহার পিছু নিলে মিনি পিকআপটি কিছু দুর সামনে ঝাঐল ব্রীজের পশ্চিম পার্শ্বে গাড়ীটি রাস্তায় রাখিয়া অজ্ঞাতনামা চালক ও মালিক গাড়ী হইতে দ্রুত নামিয়া দৌড়ায়া পালাইয়া যায়। উক্ত মিনি পিকআপটি তল্লাশী করিয়া ইঞ্জিনের সামনের অংশে দুইটি বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত ২২২(দুইশত বাইশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চালক ও মালিকের ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।