২৮টি দেশীয় বন্দুক, ০১টি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং।

০৭ নভেম্বর, ২০১৯

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অবৈধ অস্ত্র, গােলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারের লক্ষ্যে দেশ ব্যাপি চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। উক্ত বিশেষ অভিযান চলাকালে জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহােদয় এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ওসি, ডিবি মােঃ ওহেদুজ্জামান এর নেতৃত্বে এসআই মােঃ ইয়াছিন আরাফাত সহ ডিবির একটি টিম ০৬-১১-২০১৯ খ্রিঃ তারিখে গােপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানাধীন কাদাই গ্রামস্থ সিলভার ডেল পার্কের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপরে রাত্রি ২০.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মােঃ আব্দুল ওহাব (৩৫),পিতা-মৃত ইমান আলী, মাতা- মােছাঃ-রােকেয়া খাতুন, সাং-ভাওডাঙ্গা কালুরপাড়া, ২। মােঃ মিজানুর রহমান @ মিজান (১৯) পিতা- মােঃ আব্দুল হেলাল খাঁ, মাতা- মােছাঃ কুলচুম, সাং-খয়েরবাগান (বাজারের পাশে), উভয় থানা ও জেলা-পাবনাদ্বয়ের হেফাজত হইতে ০১ টি দেশীয় তৈরী বন্দুক ও ০১টি দেশীয় তৈরী এলজি অস্ত্র এবং ০১টি কার্তুজ উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে উদ্ধারকৃত অস্ত্র-গুলি সস্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দুইটি ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে পাবনা জেলা হইতে নিয়ে আসিয়াছে এবং তাহারা পরস্পর যােগসাজসে অবৈধভাবে দেশীয় অস্ত্র প্রস্তুত করিয়া বিভিন্ন স্থানে সরবরাহ করে এবং তাহাদের পাবনা জেলার নিজ বাড়ীতে আরাে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র রহিয়াছে। সেইমতে ০৭-১১-২০১৯ খ্রিঃ তারিখ রাত্রি অণুমান ০২.১৫ ঘটিকায় ১নং আসামী মােঃ আব্দুল ওহাবের পাবনা জেলার সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া গ্রামের নিজ বাড়ীতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একই টিম অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামীদের স্বীকারােক্তি ও দেখানাে মতে ০২টি চটের বস্তার মধ্যে হইতে মােট ২৭টি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।।

০২টি অভিযানে মােট ২৮টি দেশীয় বন্দুক, ০১টি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-০৬-১১-২০১৯ খ্রিঃ রুজু হইয়াছে।







সর্বশেষ সংবাদ