ইং ০৩/১১/১৯ তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক ০৮টি গ্রেফতারী পরোয়ানা মূলে ০৮ জন আসামী গ্রেফতার।

০৩ নভেম্বর, ২০১৯

মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ শাহজাহান আলী, এসআই বিরঙ্গ চন্দ্র মন্ডল, এসআই মোঃ আফজাল হোসেন, এসআই মোঃ গোলজার হোসেন, এএসআই মোঃ আমজাদ হোসেন, এএসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ উজ্জল হোসেন, এএসআই রুখসানা আক্তার এবং সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সসহ ইং ০২/১১/২০১৯ তারিখ রাত্রীতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করিয়া শাহজাদপুর থানা এলাকা হইতে ১। জিআর নং-১৮/১৮ এর আসামী মোঃ শাহাদত হোসেন, পিতা-মৃত কজু প্রাং, সাং-তালগাছি, ২। জিআর নং-১১০/১৮ এর আসামী মোঃ আবুল কালাম, পিতা-মৃত সৈয়দ আলী আকন্দ, সাং-দ্বারিয়াপুর, ৩। নাঃ শিঃ নং-৫৭৭/১৯ এর আসামী মোঃ জাহিদুল ইসলাম, পিতা-মোঃ আবুল সরকার, সাং-মালতীডাঙ্গা পূর্বপাড়া, ৪। নাঃ শিঃ নং-৬৩৮/১৯ মোঃ সেরাজুল ইসলাম, পিতা-ময়নাল মোল্লা, সাং-জগতলা, ৫। জিআর নং-২৫৭/০৪ এর আসামী মোঃ ফজলু, পিতা-মোঃ সৈয়দ আলী মেম্বার, সাং-দ্বারিয়াপুর, ৬। সিআর নং-১১৫/১৯ এর আসামী মোঃ আরিফ হোসেন, পিতা-মোঃ আঃ আজিজ, সাং-হরিরামপুর, ৭। সিআর নং-৬১২ এর আসামী মোঃ শহিদুল ইসলাম, পিতা-মোঃ আঃ ছালাম, সাং-সাতবাড়িয়া বাটিজ্য পাড়া, ৮। নাঃ শিঃ নং-১১২৬ এর আসামী মোঃ কুতুব উদ্দিন, পিতা-মোজাফ্ফর হোসেন, সাং-শিবরামপুর, সর্ব থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করেন। উল্লেখিত সর্বমোট ০৮ জন আসামীদের ইং ০৩/১১/১৯ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ