সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও জমকালো সমাবেশের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত।
২৬ অক্টোবর, ২০১৯
সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে ০৪ (চার) দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়। অদ্য ২৬/১০/২০১৯ খ্রিঃ তারিখ বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে এবং শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৩ সিরাজগঞ্জ-২ সহ কমিউনিটি পুলিশিং এর সম্মানিত সদস্যসহ মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জেলা পুলিশের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ইতোপূর্বে অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।