নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে ০৫ বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ০৪ জন গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও সিএনজি আটক এবং লুন্ঠিত স্বর্ণ অলংকার ও মোবাইল উদ্ধারঃ
১২ ডিসেম্বর, ২০২৪
নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে ০৫ বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ০৪ জন গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও সিএনজি আটক এবং লুন্ঠিত স্বর্ণ অলংকার ও মোবাইল উদ্ধারঃ গত ০২/১১/২০২৪ খ্রিঃ দিবাগত রাত্রীতে শাহজাদপুর থানাধীন গাড়াদহ ইউনিয়ন পাল পাড়ায় হিন্দু কমিউনিটিতে অজ্ঞাতনামা চোরেরা খাদ্য দ্রব্যের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করলে উক্ত খাদ্য দ্রব্য গ্রহণের ফলে বাড়ীর সকলেই অচেতন হয়ে পড়ে। সে সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ০৫টি বাড়ীর টিন কেটে দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা শংকর পাল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার শাহজাদপুর থানার মামলা নং-১৫, তারিখ-১২/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন এর নিবিড় তত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আছলাম আলী, পিপিএম’দ্বয়ের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিমের গোপন তথ্য সংগ্রহসহ তথ্য প্রযুক্তির সহায়তায় দূর্ধর্ষ চুরির সহিত জড়িত ব্যক্তিদের সনাক্তপূর্বক থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চোরদের সনাক্তপূর্বক চুরি যাওয়া ০৫ ভরি ০২ আনা স্বর্ণ, ০৩ ভরি ০৮ আনা রূপা এবং ০২টি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও চুরির কাজে সহায়ক ০১টি সিএনজি আটকসহ ০৪ জন দূর্ধর্ষ চোর ১। মোঃ আল আমিন সরকার (৩৮), পিতা-মৃত হাছেন আলী, সাং-হামলাকোলা উত্তরপাড়া, ২। মোঃ সাইদুল ইসলাম @ মদন (৩৮), পিতা-মৃত আজিজুল মোল্লা, সাং-বড় মহারাজপুর (সিএনপি চালক), ৩। মোঃ হামিদুল ইসলাম (৩৪), পিতা-মোঃ ময়নাল হোসেন, সাং-বড় মহারাজপুর ও ৪। শ্রী পল্লব কুমার কর্মকার (৩৪), পিতা-শ্রী চিত্ত কর্মকার, সাং-নগরডালা, সর্ব থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।