জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০৪ জন মাদক কারবারিসহ ১৯০(একশত নব্বই) বোতল ফেন্সিডিল ও ০১(এক) টি প্রাইভেটকার আটক
১০ জুলাই, ২০২৪
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ০৯/০৭/২০২৪ খ্রিঃ রাত্রী ২১.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন সিরাজগঞ্জ পৌরসভাস্থ সিরাজগঞ্জ পৌর ভবনের দক্ষিণ পার্শ্বে বাজার স্টেশনগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ধৃত আসামীদের বহনকৃত ০১(এক)টি সাদা রংয়ের TOYOTA COROLLA DX প্রাইভেটকার তল্লাশী চালাইয়া ১। শ্রী প্রদীপ চন্দ্র সরকার(৪৫), পিতা-মৃত হরেন্দ্রনাথ সরকার, মাতা-মায়া রানী সরকার, সাং-তরফ বাজিত ২। এস.কে রঞ্জন দোলন(৪০), পিতা-কুসশ্বজ প্রাং, মাতা-রেনুকা রানী প্রাং, সাং-জয়েনপুর ৩। উজ্জল কুমার মহন্ত(২৬), পিতা-বিজয় চন্দ্র মহন্ত, মাতা-মিনা রানী মহন্ত, সাং-কিশামত খেজু, সর্ব থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধা ৪। মোঃ রফিকুল ইসলাম(৪২), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ রশিদা বেগম, সাং-খয়েরবাড়ি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদের হেফাজত হইতে সর্বমোট ১৯০(একশত নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত ০৩নং আসামী উজ্জল কুমার মহন্ত(২৬) এর বিরুদ্ধে ০১টি মামলা ও ধৃত ০৪নং আসামী মোঃ রফিকুল ইসলাম(৪২) এর বিরুদ্ধে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।