০২ টি পানির মটর ও ০১টি সিএনজিসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে ০৮ জন চোর আটক।
৩১ মার্চ, ২০২৪
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবি ও সিরাজগঞ্জ থানার অফিসার ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় যৌথ চেকপোস্ট ডিউটি করাকালে ২৫/০৩/২০২৪ খ্রিঃ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন শিয়ালকোল ইউনিয়নের অন্তর্গত চন্ডিদাসগাঁতি বাজারে পাকা রাস্তার উপর সিএনজি তল্লাশীকালে ধৃত আসামী ১। মোঃসবুজ আলী (২৮), পিতা মোঃ বরাত আলী, মাতা-সমেছা বেগম, ২। মোঃ আসিফ @ রিফাত (১৯), পিতা মৃত আঃ আলীম মন্ডল, মাতা- খাদিজা বেগম, ৩। মোঃ জিহাদ হাসান আসলাম (১৯), পিতা মোঃ এরশাদুল @ এছাদুল, মাতা- আছিয়া বেগম, ৪। মোঃ জিহাদ ইসলাম (১৯), পিতা- বেলাল হোসেন, মাতা- রেখা খাতুন, ৫। মোঃ সিয়াম মন্ডল (১৯), পিতা মোঃ হালিম মন্ডল, মাতা- হোসনে আরা বেগম, ৬। মোঃ আশরাফুল সরকার (১৯), পিতা মোঃ দুলাল সরকার, মাতা- রাশেদা বেগম, ৭। মোঃ সেলিম খান @ নয়ন ইসলাম (১৯), পিতা মোঃ আবু সামা, সর্ব সাং-তারুটিয়া, হাটিকুমরুল, ৮। মোঃ রবিউল হাসান (১৯), পিতা মোঃ সিদ্দিকুর রহমান, মাতা মোছাঃ হনুফা খাতুন, সাং- বাসুদেবকোল, সর্ব থানা-সলঙ্গা, সর্ব জেলা-সিরাজগঞ্জদের এর হেফাজত হইতে ০২টি পুরাতন পানির মটর উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।