রায়গঞ্জ থানা সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত

১৬ মার্চ, ২০২৪

"বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১০ মার্চ) বিকাল ১৫.৩০ ঘটিকার সময় ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বর, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জে জনাব মোঃ হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ, রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ মহোদয়। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জনাব মোঃ শাহ আলম মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত), রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ, জনাব আবু মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, চেয়ারম্যান, ২নং সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট বিট এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। মিডিয়ায় গুজব, অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।







সর্বশেষ সংবাদ