“৪০০০ (চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০৩ জন মাদক কারবারি আটক।
১৪ অক্টোবর, ২০২৩
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ১৩/১০/২০২৩ খ্রিঃ ১৫.১৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তরের দক্ষিণ পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা হইতে বগুড়াগামী শ্যামলী এন,আর ট্রাভেলস নামক বাস তল্লাশী করিয়া আসামী ১। শ্রী সুজন চন্দ্র (৩২), পিতা- মৃত বনমালী, মাতা- মৃত বাসন্তী রানী,২। শ্রী যতীশ চন্দ্র (৩৫), শ্রী যতীন, মাতা- শ্রী নিধুবালা, ৩। শ্রী বিজয় চন্দ্র (৩০), পিতা- শ্রী কালিপ্রদ @ শ্রী কাঞ্চন চন্দ্র @ সুচিত্র বাবু, মাতা- শ্রী অনিতা @ বিজলী, সর্ব সাং- বড় করিমপুর, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুরদের এর হেফাজত হইতে ৪০০০(চার হাজার) পিচ ইয়াবিা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।