সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও সলংগা থানা কর্তৃক ২২০০০ পিচ ইয়াবা ট্যাবলেট মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ০২টি মোবাইল ফোনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

২৭ অগাস্ট, ২০২৩

[২৫ আগস্ট ২০২৩ খ্রিঃ] আজ ২৫ আগস্ট শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। প্রেস রিলিজ ব্রিফ করেন জনাব বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ ও পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ, সলংগা থানা, সিরাজগঞ্জসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গত ২৪ আগস্ট ২০২৩ খ্রিঃ সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জনাব বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় জেলা গোয়েন্দা শাখা ও সলংগা থানার অফিসার ও ফোর্সসহ সলংগা থানা এলাকায় যৌথভাবে অস্থায়ী চেকপোস্ট ডিউটি করাকালে ২৪/০৮/২০২৩ খ্রিঃ সময় ১৫.৩০ ঘটিকায় সলংগা থানাধীন সিরাজগঞ্জ রোড সংলগ্ন ARISTOCRATE রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ১। সাহাব উদ্দিন(২৯), পিতা-ছৈয়দ আলম, মাতা-রশিদা বেগম, সাং-উত্তর খুনিয়াপালং, থানা-রামু, জেলা-কক্সবাজার এর বহনকৃত ০১টি ধূসর বর্ণের প্রাইভেটকার তল্লাশী চালিয়ে তার দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকারের পিছনের ডালার গ্যাস সিলিন্ডারের সাথে থাকা একটি বাজার করা সাদা ব্যাগ যার গায়ে লাল-নীল খাড়া বর্ডার উক্ত ব্যাগের ভিতর সাদা পলিথিনে থাকা ময়দার মধ্যে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ২২,০০০ (বাইশ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানা ও চট্টগ্রাম কোতয়ালী থানায় দুইটি মাদক মামলা যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ