পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা পুলিশ সিরাজগঞ্জের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

০৯ জুলাই, ২০২৩

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে শুক্রবার ০৭ জুলাই, রাতে শহীদ বীরমুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার, পিবিআই, সিরাজগঞ্জ, জনাব নাইয়ার সুলতানা, সভানেত্রী, পুনাক, সিরাজগঞ্জ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যান্য ইউনিট ইনচার্জগণসহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ও পুনাক সভানেত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজে অংশগ্রহণকৃত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ও তাদের পরিবারবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।







সর্বশেষ সংবাদ