Posted Date
: 10 Oct 2019
Posted By
: Thana
ঢাকাগামী বাস "গ্রামীন পরিবহনর বাস" এর যাত্রীর নিকট হইতে ফেন্সিডিল উদ্ধার
১০ অক্টোবর, ২০১৯
পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তত্ত্বাবধানে অদ্য ১০/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১২.৩০ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ থানার সন্নিকটে গোলচত্ত্বর হইতে ১০০গজ পূর্ব দিকে মহাসড়কের ঢাকাগামী বাসের লেনে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হইতে আগত ঢাকাগামী "গ্রামীন পরিবহন " বাস তল্লাশী করিয়া যাত্রী বেশী আসামী ১। মোঃ আঃ মোমিন(১৯), এর নিকট হইতে হ্যান্ড লাগেজ ব্যাগে থাকা ২৫ (পচিশ) বোতল ও ২। মোঃ রাশেদুল ইসলাম কেতু(২৬) এর নিকট হইতে ১৫(পনের) সহ মোট ৪০(চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন ।
সর্বশেষ সংবাদ