কামারখন্দ থানা পুলিশ কর্তৃক ১৭/০৯/২০২১ খ্রিঃ তারিখে জুয়া খেলার আসর হইতে ০৮ জন গ্রেফতার।

১৭ সেপ্টেম্বর, ২০২১

 ১৭/০৯/২০২১ খ্রিঃ তারিখ ০৩.০৫ ঘটিকার সময় কামারখন্দ থানা পুলিশ কামারখন্দ থানাধীন আলোকদিয়ার পশ্চিমপাড়া সাকিনস্থ ৩নং আসামী মোঃ মনির মন্ডল এর পূর্ব দুয়ারী চৌচালা টিনসেড ঘরের মধ্যে হইতে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী ১। মোঃ বাবু আকন্দ (৩৪), পিতা-মোঃ গোলাম নবী আকন্দ, মাতাÑ মোছাঃ লাইলী বেগম, সাং-ঠাকুরজি পাড়া, ২। মোঃ একাব আলী শেখ (৪৫), পিতা-মৃত এনজের আলী শেখ, মাতা-মোছাঃ রিজিয়া বেগম, সাং-চর ধোপাকান্দি, ৩। মোঃ মনির মন্ডল (৪২), পিতা মৃত সামছুল মন্ডল, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-আলোকদিয়ার পশ্চিম পাড়া, ৪। মোঃ রাশেদুল ইসলাম (৩৫), পিতা-মৃত তোজাম্মেল হক, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-আলোকদিয়ার, ৫। মোঃ আশাদুল ইসলাম (৩৩), পিতা-মৃত কালু শেখ, মাতা-মোছাঃ তাহারুন বেগম, সাং-জামতৈল শেখ পাড়া, ৬। মোঃ হোসেন আলী (৫৮), পিতা-মৃত রোস্তম আলী, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং-আলোকদিয়ার পশ্চিমপাড়া, সর্বথানা-কামারখন্দ, ৭। মোঃ আব্দুর রশিদ (৪২), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, মাতা-মৃত রিজিয়া বেগম, সাং-কল্যানী, থানা-সিরাজগঞ্জ সদর, বর্তমান সাং-বড়ধুল, থানা-কামারখন্দ, ৮। মোঃ শরিফুল ইসলাম (২৫), পিতা-মোঃ তারা শেখ, মাতা-মোছাঃ লিলি বেগম, সাং-কড্ডা, থানা-সিরাজগঞ্জ সদর, সর্বজেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করেন এবং আসামী ৯। মোঃ আবুল কাশেম (৩৩), পিতা-অজ্ঞাত, সাং-চালা শাহবাজপুর, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত জুয়া খেলার আসর হইতে ১১ (এগার) বান্ডিল তাস, জুয়া খেলার ৮,৩০০/- টাকা ও ০১ টি প্লাস্টিকের চট উদ্ধার করেন।







সর্বশেষ সংবাদ