রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক তিন মাদক ব্যবসায়ী ও তিন জুয়াড়ী গ্রেফতার

১৮ অগাস্ট, ২০২১

মাননীয় পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ মহোদয় স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কমল কুমার দেবনাথ দ্বয়ের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ জুবাইদুল ইসলাম, এসআই (নিঃ)মোঃ আবু আহসান রাসেল, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) মোঃ হুসাইন আলী, এসআই (নিঃ) মেহেদী হাসান মুস্তাইন, এসআই (নিঃ) আসিফ আল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ইং ১৭/০৮/২০২১খ্রিঃ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান, ওয়ারেন্ট তালিম,মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ সোহেল রানা (৩৪), পিতা- মৃত- মজিবর মন্ডল, সাং-করিলাবাড়ী, ২।মোঃ মুনসুর আলী (৪২), পিতা- মোঃ আজগর আলী, সাং-রৌহা (দক্ষিণপাড়া), উভয় থানা- রায়গঞ্জ, জেলা -সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার ও ০৪ (চার) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক আসামী ৩। মোঃ ইদ্রিস আলী খলিফা (৪৮), পিতা- মৃত সুজাব আলী খলিফা, সাং-চক নুর (মধ্যপাড়া) ,থানা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার এবং প্রকাশ্য স্থানে টাকার মাধ্যমে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়ী ৪। মোঃ আল আমিন (৩২), পিতা- মোঃ হুকুম আলী সাং- নলছিয়া (কাচারীপাড়া) , ৫।মোঃ সানোয়ার হোসেন (৪০), পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- আটঘরিয়া, ৬। মোঃ ওসমান আলী (৩০), পিতা- মোঃ আফজাল খান, সাং-আটঘরিয়া, সর্ব থানা- রায়গঞ্জ, জেলা –সিরাজগঞ্জদের গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু করতঃ অদ্য ইং ১৮/০৮/২০২১ তারখি বিজ্ঞ আদালতে প্ররেণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ