সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক দুই জন মাদক ব্যবসায়ী এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে কে গ্রেফতার করা হয়

১৮ অগাস্ট, ২০২১

মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই/মোঃ ফারুক আহমেদ, এসআই/রতন কুমার, এসআই/মানিক মিঞা, এএসআই/মোঃ রেজোয়ান মীর, এএসআই/মোঃ সাখাওয়াত হোসেন ও ফোর্সের নেতৃত্বে চর বাউসা এলাকায় ইং ১৬/০৮/২১ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১। মোঃ জয়নাল মোল্লা (৩৫), পিতা- মৃত তায়জাল, ২।মোঃ এমদাদুল হক সরদার (৩২), পিতা- মোঃ সামাদ  উভয় গ্রাম- বাউশা (চর বাউশা) , থানা- চৌহালী, জেলা -সিরাজগঞ্জ দ্বয়কে  উক্ত স্থানে হইতে  পৃথক পৃথখ স্থান হইতে দুইটি কাঁচা গাজা গাছ গ্রেফতার করা হয়। তাছাড়া আরো একজন জিআর গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জয়নাল(২১), পিতা মোঃ হেলাল, সাং-দক্ষিণ খাষকাউলিয়া, থানা-চৌহালী জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের'কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ