মাদকদ্রব্য উদ্ধার অভিযানে চারজন আসামী গ্রেফতার সহ অন্যান্য মামলার দুইজন আসামী গ্রেফতার

১৭ অগাস্ট, ২০২১

মাননীয় পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ মহোদয় স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কমল কুমার দেবনাথ দ্বয়ের নেতৃত্বে এসআই (নিঃ)সমর চন্দ্র আচার্য এসআই (নিঃ) মোঃ আবু আহসান রাসেল, এসআই (নিঃ)মোঃ জুবাইদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই (নিঃ)মোঃ আরিফুল ইসলাম ও  ফোর্সদের সহায়তায় ইং ১৬/০৮/২০২১খ্রিঃ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান  ওয়ারেন্ট তালিম,মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ১৯ (উনিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী ১।মোঃ আমিনুল মন্ডল (৪২), পিতা- মৃত আয়নাল মন্ডল, সাং-চান্দাইকোনা (পূর্বপাড়া) , থানা- রায়গঞ্জ, জেলা -সিরাজগঞ্জকে গ্রেফতার ও ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৮ (আট) গ্রাম হেরোইন ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক আসামী ২।মোঃ শরীফ মাহমুদ ওরফে বাবু (৩৬), পিতা- মৃত আলতাব হোসেন সরকার, সাং-ধানগড়া (অগ্রণী ব্যাংকের পূর্বপাশে) , ৩।  মোঃ নজরুল ইসলাম ওরফে নজু (৩২), পিতা- মোঃ আসমত আলী, সাং- পুল্লা (মধ্যপাড়া), ৪।  মোঃ মতিয়ার রহমান (৪২), পিতা- মৃত জনাব আলী, সাং- নিমগাছী (জয়সাগর দক্ষিণপাড়া), সর্ব থানা- রায়গঞ্জ, জেলা -সিরাজগঞ্জদের গ্রেফতার এবং জুয়া মামলার তদন্তেপ্রাপ্ত আসামী ৫. মোঃ জামাল (৪৫), পিতা- মৃত সোলেমান, সাং-গ্রাম পাংগাসী (কারিগরপাড়া),থানা- রায়গঞ্জ, সিরাজগঞ্জকে গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু করতঃ অদ্য ইং ১৭/০৮/২০২১ তারখি বিজ্ঞ আদালতে প্ররেণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ