সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক এক জন মাদক ব্যবসায়ী এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে কে গ্রেফতার করা হয়

১৬ অগাস্ট, ২০২১

মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই/পার্থ বিশ্বাস, এসআই/হাফিজুর রহমান, এসআই/রতন কুমার, এসআই/মানিক মিঞা, এএসআই/মতিউর রহমান, এএসআই/মোঃ মিজানুর রহমান ও ফোর্সের নেতৃত্বে খাষকাউলিয়া মধ্যজোতপাড়া এলাকায় ইং ১৫/০৮/২১ দুপুর ২৩.৩০ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ী ১। ১। শ্রী রঞ্জিত দাস (৪৫), পিতা মৃত সম্ভু চন্দ্র দাস, সাং-খাষকাউলিয়া মধ্যজোত পাড়া, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ কে  উক্ত স্থানে হইতে  ১০৫ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তাছাড়া আরো একজন জিআর গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা মৃত নুরু মোল্লা, সাং-হাপানিয়া, থানা-চৌহালী জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ