ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সস্ত্র ০৪ (চার) জন গ্রেফতারঃ-

১৫ অগাস্ট, ২০২১

প্রেস রিলিজ                 মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, সলংগা থানা, সিরাজগঞ্জ স্যারের সার্বিক তত্বাবধানে ইং-১৪/০৮/২০২১ খ্রিঃ রোজ শনিবার রাত্রী অনুমান ০৮.৩০ ঘটিকা হইতে রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার মধ্যে সলংগা থানাধীন বোয়ালিয়া বাজারের দক্ষিন পাশে হাইওয়ে রোডের ব্রীজের উপর ও সলংগা থানাধীন দবিরগঞ্জ বাজার হইতে ২০০ গজ পশ্চিমে রাজশাহী নাটোর মহাসড়কের উপর ছিনতাই করাকালে ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল সহ আসামী ১। মোঃ শামসুল আলম (২১),পিতা-মোঃ মজনু মিয়া,মাতা-মোছাঃ ছালেকা খাতুন, সাং-কয়ড়া (সড়াতলা),২। মোঃ সোহেল রানা (২৬), পিতা-মোঃ আফজাল প্রামানিক, মাতা-মোছাঃ চায়না খাতুন,সাং-নাগরৌহা (নাগরোহ জুম্মাপাড়া,৩। মোঃ আব্দুল মতিন (২৬), পিতা-মোঃ আনছের আলী আকন্দ, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম,সাং-শ্যামলীপাড়া, ৪। মোঃ হাফিজুল ইসলাম(২৮), পিতা-মৃত শামসুল রহমান, মাতা-মোছাঃ মর্জিনা খাতুন,সাং-বাকুয়া পশ্চিমপাড়া, সর্ব থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জগণ স্থানীয় জনগনদের সহায়তায় আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে ১। ০১(এক) টি চাকু (ডেগার), ২। ০২ (দুই)টি চাইনিজ চাপাতি, ৩। ০১ (একটি) চাকু ৪। মোবাইল ফোন, ৭। নগদ টাকা উদ্ধার করিয়া পেনাল কোড ৩৯২/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপদ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ