মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দু্ইজন আসামী গ্রেফতার

০৫ অগাস্ট, ২০২১

মাননীয় পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ মহোদয় স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত)জনাব কমল কুমার দেবনাথ দ্বয়ের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু আহসান রাসেল সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় ২০ (বিশ) লিটার চোলাইমদ উদ্ধার পূর্বক আসামী ১।শ্রীমতি মিনতি রায় (২৮), স্বামী-শ্রী চিত্ত রায়, সাং-বড়াইল (উত্তরপাড়া), থানা-রায়গঞ্জ,জেলা–সিরাজগঞ্জকে গ্রেফতার এবং এসআই (নিঃ) মোঃ জুবাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক আসামী ২।মোঃ সুজন শেখ (২৬), পিতা- মোঃ আঃ আজিজ শেখ ওরফে আজিত কসাই, সাং-চান্দাইকোনা (শিকদার পাম্পের পিছনে), থানা- রায়গঞ্জ, জেলা–সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া অদ্য ইং ০৫/০৮/২০২১ তারিখ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ