বেলকুচি থানা পুলিশ কর্তৃক সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
০১ অগাস্ট, ২০২১
মামনীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দশনায় ও অফিসার ইনচার্জ, বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে ইং ৩১/০৭/২১ খ্রিঃ তারিখ রাত্রীবেলা বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম অভিযান পরিচালনা করে বেলকুচি থানাধীন বানিয়াগাতী এলাকা হইতে অর্থ ডিং-৩৮/১৭ এর ছয় মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ বাবলু শেখ (৪৫), পিতা-মৃত আঃ সোবাহান,সাং- বানিয়াগাতী, থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ এবং অদ্য ০১/০৮/২১ তারিখ বেলা অনুমান ০৩.০০ ঘটিকার সময় বেলকুচি থানাধীন তামাই এলাকা হইতে সিআর-৬১/১৯ (বেলঃ) এর ছয় মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ শেখ হাফিজুর রহমান (৫২), পিতা-মৃত শেখ মহিউদ্দিন, সাং- তামাই কালীবাড়ী, থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে তামাই বাজার এলাকা হইতে গ্রেফতার পূর্বক উভয় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।