Posted Date
: 01 Aug 2021
Posted By
: Thana
০৪ জুয়াড়ীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ
০১ অগাস্ট, ২০২১
৩১/০৭/২০২১ তারিখ বিশেষ অভিযান করিয়া টাকার বিনিময়ে প্রকাশ্য স্থানে জুয়া খেলার অপরাধে আসামী ১। মোঃ আব্দুল লতিফ (৪২), পিতা- মৃত সবের মন্ডল, মাতা- মালেকা খাতুন স্থায়ী : গ্রাম- বাসুদেবকোল (উত্তরপাড়া) , ২. ) মোঃ খাইরুল ইসলাম (২৫), পিতা- মৃত আবু বক্কার প্রাং, মাতা- মোছাঃ জয়নব খাতুন স্থায়ী : গ্রাম- কালিকাপুর ৩। মোঃ জিল্লুর রহমান (৪৪), পিতা- মৃত হায়দার আলী শেখ, মাতা- মোছাঃ জমেলা খাতুন স্থায়ী : গ্রাম- শ্রীরামের পাড়া ৪.মোঃ ইসমাইল হোসেন (২৭), পিতা- মোঃ আয়নাল মন্ডল, মাতা- মোছাঃ মর্জিনা স্থায়ী : গ্রাম- বাসুদেবকোল উত্তরপাড়া, সকলের থানা- সলঙ্গা, জেলা –সিরাজগঞ্জদেরক গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সর্বশেষ সংবাদ