Posted Date
: 31 Jul 2021
Posted By
: Thana
বেলকুচি থানা কর্তৃক সাজা প্রাপ্ত ওয়ারেন্ট এর আসামী গ্রেফতার
৩১ জুলাই, ২০২১
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ এর নেতৃত্তে অদ্য ৩১/ ০৭/২১ খ্রিঃ বেলা ০৩.০০ ঘটিকার সময় বেলকুচি থানাধীন সড়াতৈল এলাকা হইতে বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম অভিযান পরিচালনা করে পারিবারিক ডিগ্রী জারী-২৪/১৬ এর ছয় মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট এর আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
সর্বশেষ সংবাদ