সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক আট জন ডুয়াড়ী কে গ্রেফতার করা হয়

৩০ জুলাই, ২০২১

মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই (নিঃ)/পার্থ বিশ্বাস সঙ্গীয় এসআই /মোঃ হাফিজুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ মতিউর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ আমিনুল ইসলাম ও ফোর্সদের সহায়তায় খাষপুকুরিয়া ইউনিয়নের অন্তরগত হিজলীয়া এলাকায় রাত্রী ২৩.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০৮ জন জুয়া খেলা আসামী ১। মোঃ বনিজ @ বানিজ (৬৫) পিতা মৃত বাবুল আলী শেখ, ২। মোঃ শওকত আলী (৪০) পিতা মৃত শাহজাহান মুন্সি, ৩। মোঃ ফারুক হোসেন (২৩) পিতা মোঃ আব্দুল জলিল সিকদার, ৪। মোঃ আলমগীর হোসেন (৩৩) পিতা মৃত হাবিবুর রহমান সিকদার, ৫। মোঃ ওসমান গনি (৩২) পিতা মোঃ আবুল কাশেম, সর্ব সাং-খাষদেলদারপুর, ৬। মোঃ রউফ দুলাল (৩৩) পিতা মোঃ মুসলিম উদ্দিন, ৭। মোঃ আব্দুল লতিফ (৪১) পিতা মৃত হারুন অর রশিদ, ৮। মোঃ ফারুক হোসেন (৩৮) পিতা মৃত রহমান ব্যাপারী, সর্ব সাং-বাঘুটিয়া বর্তমান সাং-হিজলীয়া, সর্ব থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ