খুনসহ ডাকাতী মামলার আসামী ও মাদক মামলার আসামী গ্রেফতার

২৮ জুলাই, ২০২১

মামনীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দশনায় ও অফিসার ইনচার্জ, বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে ইং ২৭/০৭/২১ খ্রিঃ তারিখ রাত্রীবেলা বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম তথ্যপ্রযুক্তির সহযোগীতায় কামাখন্দা থানা এলাকা হইতে বেলকুচি থানার মামলা নং-১৫, তারিখ ২৭/০৭/২১ খ্রিঃ ধারা-৩৯৬ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ১। মোঃ আঃ হাই (৫২), পিতা-মৃত মহের প্রামানিক, সাং-ইসলামপুর ঠাকুরপাড়া, তদন্তে প্রাপ্ত আসামী ২। মোঃ কাশেম আলী (৬৫), পিতা- মৃত হাতেম আলী,সাং-হরিনাথপুর, উভয় থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জদ্বয়কে বেলকুচি থানাধীন হরিনাথপুর এলাকা হইতে গ্রেফতার এবং বেলকুচি থানাধীন গাড়ামাসি এলাকায় সন্ধ্যাবেলা অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৭), পিতা-মোঃ ওমর আলী, সাং- গাড়ামাসি, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে ০৫ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করতঃ সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।  







সর্বশেষ সংবাদ