বেলকুচি থানা পুলিশ কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ও ওয়ারেন্ট এর আসামী গ্রেফতার

০৭ জুলাই, ২০২১

মাননীয় পুলিশ সুপার,সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে ইং ০৬/০৭/২১ তারিখ বেলকুচি থানা,সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বেলকুচি থানার মামলা নং-০৬, তারিখ-০৬/০৭/২১  খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ এর এজাহার নামীয় আসামী মোঃ ফজল আলী (৪০), পিতা- মৃত আঃ কাদের,সাং-ক্ষিদ্রমাটিয়া, থানা-বেলকুচি,জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার ও অদ্য ইং ০৭/০৭/২১ তারিখ বেলকুচি থানাধীন চালা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১৯৩/১৭ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ নুরনবী (২৬),পিতা-মৃত ফকির চাঁন, সাং-চালা উত্তরপাড়া, থানা- বেলকুচি,জেলা- সিরাজগঞ্জকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক উভয় আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। 







সর্বশেষ সংবাদ