
বেলকুচি থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলার আসামী ও ওয়ারেন্ট এর আসামী গ্রেফতার
০৫ জুলাই, ২০২১
মাননীয় পুলিশ সুপার,সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে অদ্য ০৫/০৭/২১ খ্রিঃ তারিখ বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন বালিয়াপাড়া ও তামাই পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বেলকুচি থানার মামলা নং-০২, তারিখ-০৫/০৭/২১, ধারা-৩০৭/৩২৩/৩২৫/৩২৬/১১৪/৫০৬ পেনাল কোড এর আসামী ১। মোঃ আঃ সালাম সরকার(৫০), ২। মোঃ আফসার আলী সরকার (৫৫), উভয় পিতা- মৃত হযরত আলী সরকার, সাং-বালিয়াপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার এবং নাঃ শিঃ-১৯৭/১৭ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ রইচ উদ্দিন সরকার(৬৫), পিতা-মৃত আঃ গফুর সরকার,সাং- তামাই পশ্চিম পাড়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক সকল আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।