বেলকুচি থানা কর্তৃক ওয়ারেন্ট এর আসামী গ্রেফতার

০৪ জুলাই, ২০২১

মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, বেলকুচি থানা, সিরাজগঞ্জ এর নেতৃত্তে অদ্য ০৪/০৭/২১ খ্রিঃ তারিখ রাত্রীবেলা বেলকুচি থানাধীন চালা,সাতলাঠি ধুকুরিয়া ও চন্দনগাতী নিশিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৬৯১/০৯ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম ওরফে রুবেল(৩২), পিতা- আঃ রহমান, সাং-চালা, সিআর-৩৭৬/২১(সিরাজগঞ্জ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ শাকিল সরকার (২৬), পিতা- মোঃ আঃ সাত্তার মিয়া, সাং-সাতলাঠি ধুকুরিয়া এবং সিআর-৩৬৯/২১( সিরাজগঞ্জ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোছাঃ নাজমা বেগম(৩২), পিতা- মৃত নওশের আলী, সাং-চন্দনগাতী নিশিপাড়া, সর্ব থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদের তাদের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। 







সর্বশেষ সংবাদ