বেলকুচি থানা কর্তৃক ধর্ষন মামলার আসামী ও ওয়ারেন্ট এর আসামী গ্রেফতার
২৯ জুন, ২০২১
ম াননীয় পুলিশ সুপার,সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ,বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে অদ্য ২৯/০৬/২১ খ্রিঃ তারিখ রাত্রী বেলা বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন জামতৈল এলাকায় অভিযান পরিচালনা করে বেলকুচি থানার মামলা নং-২৩,তারিখ-২৯/০৬/২১ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) এর এজাহার নামীয় আসামী মোঃ আলামিন (১৯), পিতা-মোঃ আশরাফ আলী,সাং-জামতৈল,থানা-বেলকুচি,জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার ও বেলকুচি থানাধীন কাজিপুর চৌরাস্তা এলাকা হইতে জিআর-৩১/১৮ (বেলকুচি) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ সোহেল প্রাং (৪০), পিতা- মৃত শাহাজাহান প্রাং,সাং-কাজিপুরা চৌরাস্তা,থানা-বেলকুচি,জেলা-সিরাজগঞ্জকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক উভয় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।