Posted Date
: 29 Jun 2021
Posted By
: Thana
সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক দুই টি সাজা সহ ছয়টি জিআর/সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়
২৯ জুন, ২০২১
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে চৌহালী থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ববধানে চৌহালী থানা পুলিশের এসআই/পার্থ বিশ্বাস, এএসআই/উৎপল কুমার পিপিএম. এএসআই/মোঃ মতিউর রহমান ও ফোর্সের সহায়তায় প্রযুক্তিগত কৌশল অবলম্বন করে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন তাহারপুর এলাকায় রাত্রী ১১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চৌহালী থানায় ১৭ বছর যাবৎ মুলতবী থাকা এবং ০২টি সাজাসহ মোট=০৭টি পরোয়ানাভুক্ত আসামী মো: সেলিম রেজা(৪৪), পিতা-মো: আব্দুল মান্নান সরকার, সাং-খাষকাউলিয়া, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সর্বশেষ সংবাদ