অভিযান পরিচালনা করিয়া চোলাই মদ সহ ১জন আসামী গ্রেফতার

২৭ জুন, ২০২১

তাড়াশ থানা টিম ইং ২৬/০৬/২০২১ তারিখ  অভিযান পরিচালনা করিয়া তাড়াশ থানাধীন মাধাইনগর বাজারের পশ্চিম পার্শ্বে   শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসংঘ আশ্রমের পিছনে হইতে বাদী এসআই(নিঃ) দেবব্রত কুমার বিশ্বাস, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান, এএসআই(নিঃ) মোঃ বদিউজ্জামান, কং/৭০২ মোঃ ছয়ফুল ইসলাম, সকলে তাড়াশ থানা,সিরাজগঞ্জ ও ধৃত আসামী মোঃ আবু সাইদ(৫৫), পিতা মৃত মানা প্রামানিক, সাং-সরাপপুর(ছোট ঘনা),  থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ, পলাতক আসামী ২। মঙ্গল চন্দ্র ঋষি(৪৫), পিতা মৃত বলরাম ঋষি, সাং-ঠাকুরপুর, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ এবং জব্দকৃত আলামত ২(দুই)টি অ্যালুমিনিয়ামের কলসির মধ্যে ১২(বার) লিটার দেশীয় তৈরী অবৈধ চোলাই মদ উদ্ধার করেন।







সর্বশেষ সংবাদ