Posted Date
: 25 Jun 2021
Posted By
: Thana
ইং- ২৫/০৬/২০২১ তারিখ কাজিপুর থানায় ১০০ (একশত) গ্রাম গাঁজা (মাদক) সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৫ জুন, ২০২১
কাজিপুুর থানা পুলিশ কর্তৃক ইং- ২৪/০৬/২০২১ তারিখ রাত্রী ২৩.৩৫ ঘটিকার সময় ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ ছানোয়ার হোসেন (৩৬), পিতা- মৃত জহির শেখ, সাং- সোনামুখী (মধ্যপাড়া) এবং ২। মোঃ আব্দুল বারিক (৩৫), পিতা- মৃত আজিজ শেখ, সাং- রৌহাবাড়ী (গাছাবাড়ী), উভয় থানাঃ কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে আসামীদ্বয়ের বিরুদ্ধে কাজিপুর থানার মামলা নং-১৫, তারিখঃ- ২৫/০৬/২০২১ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনি ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ