সাজা প্রাপ্ত আসামী সহ জুয়া বিরোধী অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ (চার) জন আসামী গ্রেফতারঃ-

২৫ জুন, ২০২১

প্রেস রিলিজঃ-মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ,সলংগা থানা, সিরাজগঞ্জ স্যারের সার্বিক তত্বাবধানে ইং ২৪/০৬/২০২১ তারিখ সলংগা থানার অফিসার ও ফোর্স সলংগা থানাধীন বেতুয়া পূবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া  তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১।মোঃ আঃ ছালাম (৩৫),পিতা-মোঃ হুসেন আলী, সাং-বেতুয়া (মধ্যপাড়া), ২। মোঃ হেলাল সরকার (৪০),পিতা-মৃত ইসমাইল সরকার, খাতুন, সাং-বেতুয়া (দক্ষিনপাড়া),উভয় থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জদ্বয় ইং ২৫/০৬/২০২১ তারিখ সলংগা থানার অফিসার ও ফোর্স সহ সলংগা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা প্রাপ্ত আসামী ১। মোঃ নুরমোহাম্মদ (৩৩), পিতা-মোঃ আঃ হাকিম, সাং-চকনিহাল, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ এবং নিয়মিত মামলার এজাহার নামীয় ০১ (এক) জন কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ