বেলকুচি থানা কর্তৃক অপহরন মামলার আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার,জুয়া মামলার আসামী গ্রেফতার এবং চোরাইমাল উদ্ধার ও চোর গ্রেফতার
২৪ জুন, ২০২১
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ ,বেলকুচি থানা,সিরাজগঞ্জ এর নেতৃত্তে অদ্য ২৪/০১/২০২১ খ্রিঃ বেলকুচি থানা,সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন মুকুন্দগাতী ও গাড়ামাসি এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধে আসামী ১। মোঃ নান্নু মীর(৩২), পিতা-মোঃ হোসেন আলী, ২। মোঃ শান্তা শেখ(৪০), পিতা- মোহাম্মদ শেখ, ৩। মোঃ আজগর সরকার(৩২), পিতা-মৃত হামেদ সরকার, ৪। মোঃ ইউসুফ আলী (৩২), পিতা- মোঃ ইব্রাহিম শেখ,৫। মোঃ শুকুর আলী (৩৮), পিতা- মৃত সাহেব আলী সর্ব সাং-মুকুন্দগাতী,থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জদের ৫২টি তাস, নগদ বিভিন্ন নোটের ১৬৩০/-টাকা ও ৫টি মোবাইল সেট এবং আসামী ১। মোঃ মোতালেব হোসেন(৩৮), পিতা-মৃত সোনাউল্লা,সাং-চরচালা,থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে ২১টি বিভিন্ন প্রিন্টের লুঙ্গী,১৭৫টি সুতার ববিন ও সুতার লড়ি ০৪টি যার সর্ব মোট মূল্য ১৪,৫০০/- টাকাসহ গ্রেফতার করতঃ তাদের বিরুদ্ধে পৃথক পৃথক জুয়া ও চুরি মামলা রুজু করতঃ অদ্য ২৪/০৬/২১ খ্রিঃ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকার সময় বেলকুচি থানার মামলা নং-০৯ তাং-০৭/০৪/২১ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নিঃ দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ এর এজাহার নামীয় আসামীকে বেলকুচি থানাধীন সমশেপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার পূর্বক ভিকটিম উদ্ধার করা হয়। সকল আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।