Posted Date
: 23 Jun 2021
Posted By
: Thana
সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়
২৩ জুন, ২০২১
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই/রতন কুমার সরকার, এসআই/পার্থ বিশ্বাস, এএসআই/মতিউর রহমান ও এএসআই/ মিজানুর এর নেতৃত্বে পূর্ব খাষকাউলিয়া এলাকায় ইং ২১/০৬/২১ রাত্রী ২১.৪৫ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১। মোঃ সিরাজ (৪২), পিতা মৃত সিদ্দিক হোসেন, ২। মোঃ সোনা মিয়া (২৮), পিতা মোঃ মতিন, উভয় সাং-সুবর্ণতলী (উত্তরপাড়া), থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল দ্বয়কে পূর্ব খাষকাউলিয়া গ্রাম হইতে (১৫০+৫০) মোট ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ