জুয়া খেলা অবস্থায় গাঁজা সহ ০৬ জন আসামীকে গ্রেফতারঃ-
২৩ জুন, ২০২১
প্রেস রিলিজঃ- মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ,সলংগা থানা, সিরাজগঞ্জ স্যারের সার্বিক তত্বাবধানে ইং ২২/০৬/২০২১ তারিখ সলংগা থানার অফিসার ও ফোর্স অত্র দত্তকুশা কুমাজপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ কালু সরদার (৬০),পিতা-মৃত সাদেক আলী সরদার, মাতা-মৃত তারা খাতুন, সাং-জামতৈল (পশ্চিমপাড়া),থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ,এ/পি সাং-দত্তকুশা বুড়িবাড়ী, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ,২। মোঃ বাবলু শেখ (৫২), পিতা-মৃত ইয়াকুব আলী শেখ, মাতা-মোছাঃ ছকিনা বেওয়া, সাং-পশ্চিম মথুরাপুর, ওয়ার্ড নং-০২,ইউপি নং-৭ নলকা, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ বাবলু শেখ (৩৯),পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং-দত্তকুশা পূর্বপাড়া, ওয়ার্ড নং-০২, ইউপি নং-৭ নলকা, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ, ৪। মোঃ নুরুল আলম (৪৫),পিতা-মোঃ চাঁদ আলী শেখ, মাতা-মোছাঃ ছবুরা বেওয়া, সাং-উত্তর হাটিপাড়া, ওয়ার্ড নং-০৪, ইউপি নং-৯ হাটিকুমরুল, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ, ৫। মোঃ আরিফুল ইসলাম (৩৪), পিতা-মৃত নোজাব আলী প্রামানিক, মাতা-মোছাঃ রাবেয়া বেওয়া, সাং-চড়িয়া শিকার, ওয়ার্ড নং-০২, ইউপি নং-৯ হাটিকুমরুল, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ, ৬। মোঃ আবু সামা (৫০), পিতা-মৃত রুস্তম আলী শেখ, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-দত্তকুশা পূর্বপাড়া, ওয়ার্ড নং-০২, ইউপি নং-৭ নলকা, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ২১(একুশ) পুড়িয়া গাঁজা উদ্ধার করেন। যাহার ওজন ৩২(বত্রিশ) গ্রাম। আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।