বেলকুচি থানা কর্তৃক মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার

২২ জুন, ২০২১

মাননীয় পুলিশ সুপার,সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ বেলকুচি থানা, সিরাজগঞ্জ এর নেতৃত্তে ইং ২১/০৬/২০২১ তারিখ বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন তামাই রয়নাপাড়া,চরচালা,চরধুল গাগড়াখালি ও চালা মধ্যেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মহির উদ্দিন (৫৮), পিতা- মৃত মোসলেম উদ্দিন, সাং-তামাই উত্তরপাড়া, ২। মোঃ শহিদুল ইসলাম(৫২), পিতা- মৃত সাহেব আলী,সাং- চরচালা, ৩। মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা- মৃত মনছের আলী, সাং-চরধুল গাগড়াখালী, ৪। মোঃ নাজিম উদ্দিন (৩২), পিতা- মোঃ আঃ জলিল, সাং- দেলুয়া দক্ষিনপাড়া,সর্ব থানা-বেলকুচি,জেলা-সিরাজগঞ্জদের (আসামী ১,২,৪) নিজ নিজ হেফজত হইতে সর্ব মোট ৭৭০ গ্রাম গাঁজা ও ০৩ গ্রাম হিরোইন ও আসামী (৩) মাদক সেবন করে জন সাধরনের বিরক্তি সৃষ্টি করায় তাদেরকে গ্রেফতার পূর্বক প্রত্যকের নামে পৃথক পৃথক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।  







সর্বশেষ সংবাদ