Posted Date
: 21 Jun 2021
Posted By
: Thana
ইং- ২১/০৬/২০২১ তারিখ কাজিপুর থানায় ১১০ (একশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২১ জুন, ২০২১
কাজিপুর থানা পুলিশ কর্তৃক ইং- ২১/০৬/২০২১ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় ১১০ (একশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ বলাই প্রাং (৩২), পিতা- মৃত শাহা প্রাং, সাং- রুপসা, থানাঃ ও জেলাঃ সিরাজগঞ্জ ২। মোঃ আঃ রাজ্জাক সেখ, পিতা- মৃত সূর্য সেখ, সাং-নলসন্ধা, থানাঃ সরিষাবাড়ী, জেলাঃ জামালপুরদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উক্ত ইয়াবা ট্যাবলেট পলাতক আসামী ৩। মোঃ মোক্তার হোসেন (৩৫), পিতা- মোঃ কাসু, সাং- পূর্ব নলসুন্ধা, থানাঃ সরিষাবাড়ী, জেলাঃ জামালপুর এর নিকট হইতে ক্রয় করিয়াছে মর্মে জানায় আসামীদের বিরুদ্ধে কাজিপুর থানার মামলা নং-১১, তারিখ- ২১/০৬/২০২১ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনি ১০(ক)/৪০ ধারায় মামলা রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ