ইং-১৯/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ পোটলা গাঁজা, ওজন ১৬০ গ্রাম, ০১টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৭০০/-টাকা উদ্ধার সহ০১ জন আসামী গ্রেফতার।

২০ জুন, ২০২১

ইং-১৯/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ)/মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় অফিসার,  ও  ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শাহজাদপুর থানাধীন ভেড়াকোলা বাজারস্থ জণৈক মোঃ খোকন এর কম্পিউটারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আবুল কালাম আজাদ (৫০), পিতা- মৃত জব্বার প্রাং স্থায়ী : গ্রাম- ভেড়াকোলা (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জকে ০১ পোটলা গাঁজা, ওজন ১৬০ গ্রাম, ০১টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৭০০/-টাকা সহ গ্রেফতার পুর্বক   শাহজাদপুর থানার মামলা নং- ৩০, তাং-১৯/০৬/২১ ধারা- ৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ