Posted Date
: 19 Jun 2021
Posted By
: Thana
বেলকুচি থানা কর্তৃক নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার
১৯ জুন, ২০২১
মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ,বেলকুচি থানা, সিরাজগঞ্জ এর নেতৃত্তে অদ্য ১৯/০৬/২১ খ্রিঃ তারিখ সকাল বেলা বেলকুচি থানা, সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন তামাই পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বেলকুচি থানার মামলা নং-১০, তারিখ-১৯/০৬/২১ খ্রিঃ, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নিরযাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ তৎসহ ৪৪৮/৩২৩/৫০৬/৪২৭ পেনাল কোড এর আসামী মোঃ ইয়ামিন হোসেন ওরফে শরীফ (২৬),পিতা- মোঃ শাহজাহান আলী প্রামানিক,সাং-তামাই কাজিপাড়া,থানা-বেলকুচি,জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সর্বশেষ সংবাদ