বেলকুচি থানা কর্তৃক জুয়া খেলার আসামী গ্রেফতার

১৯ জুন, ২০২১

মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ বেলকুচি থানা, সিরাজগঞ্জ এর নেতৃত্তে ইং ১৮/০৬/২১ তারিখ রাত্রী বেলা বেলকুচি থানা,সিরাজগঞ্জ টিম বেলকুচি থানাধীন তামাই নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১.মোঃ খোকন মিয়া (৪০), পিতা- মৃত আসাদ মন্ডল স্থায়ী : গ্রাম- সুবর্নসারা (ময়দার মিল) , বাংলাদেশ ২. মোঃ শফিকুল ইসলাম (৫২), পিতা- মৃত সন্তেষ আলী প্রামানিক স্থায়ী : গ্রাম- তামাই (নতুন পাড়া) ,৩.মোঃ সজিব প্রামানিক (২৭), পিতা- মৃত আলহাজ আলী প্রামানিক স্থায়ী : গ্রাম- তামাই (নতুন পাড়া) ,৪. শ্রী চঞ্চল বাগচী (২৫), পিতা- শ্রী বিমল এস বাগচী স্থায়ী : গ্রাম- নাগগাতী (নতুনপাড়া) ,৫. মোঃ সেলিম প্রামানিক (৩২), পিতা- মৃত গোলাম মোস্তফা স্থায়ী : গ্রাম- সুবর্নসারা (পশ্চিম পাড়া) , ৬. মোঃ রেজাউল করিম মীর (৪৪), পিতা- মৃত আঃ সামাদ মীর স্থায়ী : গ্রাম- তামাই (দক্ষিন পাড়া) ,৭.মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত ওসমান গনি মন্ডল স্থায়ী : গ্রাম- সুবর্নসারা (ময়দার মিল) , ৮.মোঃ মইনুদ্দিন (৩৫), পিতা- মৃত রমজান আলী স্থায়ী : গ্রাম- সুবর্নসারা (পশ্চিম পাড়া) , ৯.মোঃ শহিদ মন্ডল (৩৩), পিতা- মোঃ আজগর আলী স্থায়ী : গ্রাম- চন্দনগাতীঁ (উত্তর) ,সর্ব উপজেলা/থানা- বেলকুচি, জেলা -সিরাজগঞ্জদের জুয়া খেলাবস্থায় তাস ও নগদ ৪৭,০০০/- টাকা সহ গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।







সর্বশেষ সংবাদ